Home GENERAL দূষিত পুকুরের জল ব্যাবহারে অসুস্থ গ্রামের একাধিক বাসিন্দা

দূষিত পুকুরের জল ব্যাবহারে অসুস্থ গ্রামের একাধিক বাসিন্দা

SHARE

২৫ই জুলাই ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :-পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার অন্তর্গত দীঘা গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামে একটিমাত্র পুকুর সেই পুকুর থেকেই জল নিয়ে রান্না করা থেকে শুরু করে দৈনন্দিন সমস্ত কাজে ব্যবহার করেন গ্রামবাসীরা। কিন্তু দীর্ঘদিন ধরে সেই পুকুরের জলে বিষাক্ত নালীর জল ঢুকে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ে কয়েক জন গ্রামবাসী এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা জানান ইতিপূর্বে দীঘা গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা কিন্তু পঞ্চায়েত  বা নিতুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস থেকে কোনরকম সুব্যবস্থা নেওয়া হয়নি। কোনদিন ১০০ দিনের কাজে সেই পুকুর সংস্কার করে খনন করা হয়নি, তাছাড়াও গ্রাম পঞ্চায়েতের সদস্য বা গ্রাম পঞ্চায়েতের প্রধান কোনদিন এই গ্রামেতে গ্রামবাসীদের অসুবিধার কথা শুনে দেখে যাননি এই নির্মম অবস্থা। এ বিষয়ে দীঘা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন গ্রামবাসীরা যে লিখিত অভিযোগ পঞ্চায়েতে জানিয়েছে সেই সম্বন্ধে তিনি জানেন না গ্রামবাসীদের যা দাবি রয়েছে তা ন্যায্য দাবী এবং তিনিও পঞ্চায়েত সমিতির মেম্বার অমর মাজি  এবং পুরুলিয়া জেলা পরিষদের সদস্য নির্মল কুমার রাউত কেউ জানিয়েছেন কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি আগামী দিনে এ বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন।

 

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here