Home Politics মানুষের কাছে দুধ পৌঁছে দিতে চেয়ে ট্রোলড দিলীপ

মানুষের কাছে দুধ পৌঁছে দিতে চেয়ে ট্রোলড দিলীপ

SHARE

২রা জুন ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :-গোমাতার প্রতি ভক্তি ও ভালবাসার পর এবার গোরুর দুধ এবং দুগ্ধজাত পণ্যকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার বিশ্ব দুগ্ধ দিবসে নিজের ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, বিশ্বের বাজারে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যকে তুলে ধরাও দুগ্ধ সমবায় গড়ে তোলার নেপথ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছিল অপরিসীম। বিশ্ব দুগ্ধ দিবসে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হোক লক্ষ্য। এর আগে বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ এবং গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষের দাবি, ‘বিদেশি গোরু গো মাতা নয়।’ কিন্তু তারপর দিলীপ ঘোষ যা বলেছিলেন, তাতে হাসির রোল উঠে নেটদুনিয়ায়।

দিলীপ বলেছিলেন, আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গোরুর দুধের রং সোনালি হয়। আর বিদেশি গোরু তো হাম্বা হাম্বাও ডাকে না।’ এই মন্তব্যের পরেই মিমের বন্যা বয়ে গিয়েছিল নেট পাড়ায়।’ তিনি আরও বলেছিলেন, ‘তিনি দাবি করেছিলেন, গোরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়। দেশি গরুর কুঁজে থাকা স্বর্ণনাড়িতে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়। এরপরে নেটপাড়ায় ট্রোলড হতে হয়েছিল তাঁকে। নতুন করে বিশ্ব দুগ্ধ দিবসে দিলীপ ঘোষের এই বার্তাকেও মজার খোরাক করেছেন নেটিজেনরা। এর নেটিজেন লিখেছেন, এবার সত্যিই সোনা পাওয়া গেছে। আরেকজন লিখেছেন, আরে পালিয়ে আসুন। গরুটি অতো বড় সিং নিয়ে আপনার দিকে যেভাবে চেয়ে আছে তাতে রীতিমতো ভয় লাগছে। এখানেই শেষ নয়, অনেকে তো আবার এই পোস্টের কমেন্টে রীতিমতো ছন্দ মিলিয়ে ট্রোলড করার চেষ্টা করেছেন দিলীপ ঘোষকে।

 

 

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here