Home Uncategorized হইচই প্ল্যার্টফর্মে আসছে নতুন রসদ নতুন মরশুম

হইচই প্ল্যার্টফর্মে আসছে নতুন রসদ নতুন মরশুম

SHARE

২১শে মার্চ ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা, ওয়েব ডেস্ক :- নতুন বছরে হইচই প্ল্যার্টফর্মে আসছে বিনোদনের নতুন রসদ। ২৬ মার্চ থেকে স্ট্রিমিং শুরু হতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায়  এবং অনন্যা চট্টোপাধ্যায় অভিনীত সিরিজ মোহমায়া। এই সিরিজের মাধ্যমেই ওয়েবে আত্মপ্রকাশ করছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। মুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশের মোশারফ করিমের ‘মহানগর,অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বিরসা দাশগুপ্তর ‘সাইকো’,অনির্বাণের পরিচালনায় ‘মন্দার ও রয়েছে মুক্তির তালিকায়, চলতি বছরে ওটিটি ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘কাকাবাবু’, দেবের ‘গোলন্দাজ’, পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘ট্যাংরা ব্লুজ । রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি, ভিন্ন স্বাদের মধুর হদিশ দেবে মনামী ঘোষ অভিনীত ‘মৌচাক ,শ্রাবন্তী-সোহম জুটির ‘দুজনে’,আলাপ-শ্রুতির কাহিনি নিয়ে ফিরবে ‘তানসেনের তানপুরা র নতুন সিজন। অন্যরকম দার্জিলিং দেখা যাবে অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বসু অভিনীত ‘মার্ডার ইন দ্য হিলস-এ। ঋষভ বসুকে দেখা যাবে ‘শ্রীকান্ত’-তে।এই তালিকায় রয়েছে অনির্বাণ ভট্টাচার্যের ‘ব্যোমকেশ সিজন ৭’, শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘সেই যে হলুদ পাখি সিজন ২’, পূজা বন্দ্যোপাধ্যায়ের ‘পাপ সিজন ২’, অনির্বাণ চক্রবর্তীর ‘একেন বাবু সিজন ৫। আরও একাধিক সিরিজের নতুন মরশুম দেখতে পাবেন দর্শকরা।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here