Home Politics সল্টলেকের ময়ূখ ভবনের এমপি এমএলএ স্পেশাল কোর্টে আসেন সুশান্ত ঘোষ

সল্টলেকের ময়ূখ ভবনের এমপি এমএলএ স্পেশাল কোর্টে আসেন সুশান্ত ঘোষ

SHARE

৭ অক্টোবর ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :-আজ সল্টলেকের ময়ূখ ভবনের এমপি এমএলএ স্পেশাল কোর্টে আসেন সুশান্ত ঘোষ।২০১১ সালে কঙ্কাল কেসে ডিসচার্জ পিটিশনের হেয়ারিং ছিল সেই কারণে আজ এসেছিল।পরবর্তী হেয়ারিং হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

সুশান্ত ঘোষ বলেন…….

আমাদের যে কেস সেই কেসের ডিসচার্জ পিটিশন আছে একবার এই কেসে যে অভিযুক্ত একবার সেই অভিযুক্তই একই কেসে বেকসুর খালাস পেয়েছিল।আবার তাকে এই কেসে যুক্ত করা হয়েছিল ।সেই জন্য একটা ডিসচার্জের পিটিশন ছিল সেই পিটিশনের আজ হেয়ারিং ছিল।কঙ্কাল কাণ্ডে ২০১১ সালে।আজকে সরকারি পক্ষের আইনজীবী সময় চাইলেন কোর্টের কাছে তিনি প্রস্তুত নন তাকে সময় চাইতে হলো বিচারক সময় মঞ্জুর করলেন ।আবার পরে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে হেয়ারিং হবে।

আরও পড়ুন: খেলা হবে থিমকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক

সুশান্ত ঘোষের আইনজীবী রানা গাঙ্গুলি  বলেন………
২০০১ সালে অজয় আচার্য এবং ছয়জন মানুষ খুন হন এটা অভিযোগ।এই অভিযোগের ভিত্তিতে অজয় আচার্য এর মেয়ে চান্দনা আচার্য একটা মামলা করে সেই মামলা মেদিনীপুর এর ৬ নাম্বার এডিজি আদালতে খালাস হয়।সেই মামলার রেশ ধরে ২০০১ এ এই কঙ্কাল পাওয়া যায় ।সেই কঙ্কালের রেশ ধরে সেখানে যারা খালাস পেয়েছিল এরকম দুতিনজনকে আবার এই মামলায় যুক্ত করে।তারা বলছে আমাদের বিচার হয়ে গেছে খালাস পেয়ে গেছি আমাদের কেন আবার বিচার হবে।এই প্রশ্নে আজ এখানে হেয়ারিং ছিল ।সুশান্ত বাবু হাজির ছিল অন্য আসামি হাজির ছিল না সরকার পক্ষ সময় চেয়েছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এর পূর্ণ হেয়ারিং হবে।

 

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here