Home Home জল্পনা বাড়িয়ে মুকুল পুত্র শুভ্রাংশু কি ফিরছেন তৃণমূলে? ফিরতে পারেন সুনীল সিং...

জল্পনা বাড়িয়ে মুকুল পুত্র শুভ্রাংশু কি ফিরছেন তৃণমূলে? ফিরতে পারেন সুনীল সিং ও দুলাল বর!

SHARE

৩রা ডিসেম্বর ২০১৯, স্টাফ রিপোর্টার, কলকাতা:- তৃণমূলের ফিরছে মুকুল পুত্র শুভ্রাংশু রায়, সুনীল সিং দুলাল বর! লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাতে শুরু করেছিল তৃণমূল নেতা-কর্মীরা। পরবর্তী পরিস্থিতিতে অনেকেই আবার তৃণমূলে ফিরেও আসে। এবার তৃণমূল কংগ্রেস ফিরতে চান বিজেপিতে চলে যাওয়া বিজপুরের বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। পাশাপাশি কংগ্রেস বিধায়ক দুলাল বর বিজেপি থেকে ফের তৃণমূল কংগ্রেসের ফিরে আসতে পারেন বলে সূত্রের খবর।

তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন শুভ্রাংশু রায়, সুনীল সিং এবং দুলাল বর। তবে তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এবং নির্মল ঘোষ এর তরফ প্রত্যেককেই জানিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজের সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ বলা যেতে পারে দলনেত্রীর সবুজ সংকেতের অপেক্ষায় মুকুল পুত্রের দলে ফেরার বিষয়। যদিও তৃণমূলের অন্য এক সূত্রের খবর, চলতি মাসের মাঝামাঝি সময়ে বিজেপি থেকে তৃণমূলের এই দল বদল হওয়ার জোরালো সম্ভাবনা আছে।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here