Home Bollywood করোনা আক্রান্ত রণধীর কপূর

করোনা আক্রান্ত রণধীর কপূর

SHARE

১লা মে ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :- বলিউডে করোনার থাবায় একের পর এক আক্রান্ত হচ্ছেন বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী। করোনা আক্রান্ত হয়েছিলেন আলিয়া ভট্টও। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সোনু সুদ। করোনা আক্রান্ত হয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফও। করোনা আক্রান্ত হয়েছিলেন ভূমি পেডনেকর, অক্ষয়কুমারও।

এত কিছুর মাঝেই একের পর এক করোনার ধাক্কায় কার্যত বিপর্যস্ত কপূর পরিবার। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন নীতু কপূর। এরপর করোনা আক্রান্ত হন রণবীর কপূরও। বর্ষীয়ান এই অভিনেতা রণধীর কপূর ভর্তি রয়েছেন কোকিলাবেন অম্বানি হাসপাতালে।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here