Home GENERAL কান্দির অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গাপূজার থিম কেদারনাথ মন্দির

কান্দির অরবিন্দ স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গাপূজার থিম কেদারনাথ মন্দির

SHARE

১৩ই অক্টোবর ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :- কান্দির অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা এবারে ৪০ বছরে পদার্পন করেছে। কেদারনাথ মন্দিরের অনুকরণে তৈরী হয়েছে প্রতিমা মণ্ডপ। মুর্শিদাবাদ জেলার বিধায়ক ও প্রাক্তন বিধায়ক সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই পুজোর উদ্বোধন হয়েছে। এই মণ্ডপে সমস্ত করোনা বিধি মেনে সকলকে পুজো দেখার সুন্দর ব্যবস্থা করেছেন বলেই জানালেন মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক inttuc সভাপতি পার্থ প্রতিম সরকার।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here