Home Bollywood পড়াশোনা ছেড়ে অভিনয়ে মনোযোগ ইরফান পুত্র বাবিলের

পড়াশোনা ছেড়ে অভিনয়ে মনোযোগ ইরফান পুত্র বাবিলের

SHARE

২৮শে জুন ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা, ওয়েব ডেস্ক :-অভিনয় জীবনে পা রাখতে না রাখতেই পড়াশোনা ছেড়ে দিলেন ইরফান খানের পুত্র বাবিল খান। শুধু অভিনয়ের উপরই  মনযোগ দিতে চান বাবিল। তিনি বাবার মতই নামী একজন অভিনেতা হতে চান নিজের যোগ্যতায়। তাই বাবার পথেই অনুসরণ করে এগিয়ে চলেছেন তিনি। চলচ্চিত্র নিয়ে স্নাতক স্তরে লন্ডনের ওয়েস্ট মিনস্টার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন বাবিল। অভিনয় এবং পড়াশোনা দুটি আলাদা জায়গাতে হওয়ায় দু’দিক বজায় রেখে চলা বেশ সমস্যা হচ্ছিল তাঁর।

তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ইরফান-পুত্র। নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি  ছবি শেয়ার করে বাবিল জানিয়েছেন, অভিনয়ের জন্য তিনি ১০০ শতাংশ সময় দিতে চান। আর সেই কারণেই সিনেমা নিয়ে যে পড়াশোনা করছিলেন তিনি, তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। লন্ডনে থাকা বাবিলের হাতেগোনা দুই তিনজন বন্ধুকে খুব মিস করবেন তিনি।বন্ধুরা বাবিলকে নতুন পরিবেশে বাড়ির মতই ভালবাসা দিয়েছে।বিদায় ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার।ওটিটি প্ল্যাটফর্মে  ‘কালা’ তে ডেবিউ করতে চলেছেন বাবিল। তাঁর বিপরীতে থাকছেন বুলবুল খ্যাত তৃপ্তি ।এছাড়াও পরিচালক সুজিত সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন বাবিল। বাবার মতোই পুরোদস্তুর অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেন বাবিল। তবে বাবার সঙ্গে এক সঙ্গে কাজ না করার আক্ষেপটা থেকেই গিয়েছে।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here