Home Politics সাতবার প্লাজমা দান করে নজির গড়লেন ফুয়াদ হালিম

সাতবার প্লাজমা দান করে নজির গড়লেন ফুয়াদ হালিম

SHARE

২৩শে এপ্রিল ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :- সামনে ভোট। প্রচার চালাচ্ছেন জোরকদমে। তার মধ্যে সামাজিক দায়িত্বও পালন করে চলেছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। শুধু দায়িত্ব পালনই নয়, বরং বেনজির দৃষ্টান্ত তুলে ধরলেন। শুক্রবার করোনা আক্রান্তদের চিকিৎসায় আরও একবার প্লাজমা দান করলেন। এনিয়ে সপ্তম বার। কলকাতা মেডিক্যাল কলেজে এ দিন প্লাজমা দান করলেন চিকিৎসক ফুয়াদ হালিম। বাংলা থেকে এই প্রথম সপ্তম বার প্লাজমা দানের নজির গড়লেন বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আবদুল হালিমের পুত্র। গতবছর লকডাউনের সময়ে গরিব রোগীদের চিকিৎসায় রত ছিলেন ফুয়াদ হালিম। ৫০ টাকায় ডায়ালিসিসের ব্যবস্থাও করেছিলেন তিনি। গতবছর নিজেও করোনাতে আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্তদের চিকিৎসায় গোটা দেশে শুরু হয়েছে কনভালোসেন্ট প্লাজমা থেরাপি। এই থেরাপিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের প্লাজমা কাজে লাগানো হয়।

 

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here