Home Home আবার ময়দানে ফিরল বাজি বাজার

আবার ময়দানে ফিরল বাজি বাজার

SHARE

১৬ই অক্টোবর, স্টাফ রিপোর্টার, কলকাতা :  ময়দানেই বসতে চলেছে বাজি বাজার। ২২-২৭ অক্টোবর ময়দানে বসবে বাজিবাজার। গত বছর নানা জটিলতার কারণে প্রশাসনিক ছাড়পত্র না মেলায় ময়দানে বসেনি বাজি বাজার৷ যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল ব্যবসায়ীদের। তাই এবার ফের ময়দানেই বাজিবাজার করার সিদ্ধান্ত বহাল রাখা হয়। সারাবাংলা আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় জানিয়েছেন, ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র মিলেছে। অনুমতি মিলেছে কলকাতা পুলিশেরও৷ তিনি আরো জানান, এবছর ময়দান সহ উত্তর ও দক্ষিণ কলকাতায় মোট ৪ টি বাজি বাজার বসতে চলেছে। অন্যদিকে হাওড়ার মানুষের জন্য করা হচ্ছে পৃথক বাজি বাজার। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার হাবরাতেও এবার বড় আকারে বসতে চলছে বাজি বাজার।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here