Home Politics বিধায়কদের হাতে এবং এলাকার আবাসন গুলির হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিলেন ইকোনমিস্ট

বিধায়কদের হাতে এবং এলাকার আবাসন গুলির হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিলেন ইকোনমিস্ট

SHARE

২৯শে জুন ২০২১, সুজিত দুয়ারী , উঃ ২৪ পরগনা :- তৃতীয় ঢেউ রুখতে বিধায়কদের হাতে এবং এলাকার আবাসন গুলির হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিলেন ইকোনমিস্ট। খরদাহ এর বাসিন্দা ড: প্রদীপ কুমার ঘোষ এবং কুমকুম ঘোষ পরিবারের পক্ষ থেকে তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে এই কনসেনট্রেটর তুলে দেওয়া হয়। ইকোনমিতে ডক্টরেট প্রদীপ কুমার ঘোষ পশ্চিমবঙ্গের জন্যে ৩৫০টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেন। ইতিমধ্যেই ২০০ টি মেশিন তুলে দেওয়া হয়েছে বেশ কয়েকজন বিধায়কদের হাতে।

সুজিত বসু, সাধন পান্ডে, মদন মিত্র সহ বিধায়কদের ১০টি করে মেশিন তুলে দেন তারা। এছাড়াও রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে ৮০টি মেশিন পাঠানো হয়। ই এস আই হাসপাতালে এবং ভারত সেবাশ্রম সংঘতেও ১০টি করে কনসেনট্রেটর দেওয়া হয়। এর পাশাপাশি আজ নিউটাউনের প্রায় ১০টি আবাসনে ৮টি করে কনসেনট্রেটর দেওয়া হয়। আগামী দিনে রাজ্যের যে সমস্ত এলাকায় সেফ হোম প্রয়োজন কিন্তু অক্সিজেন কনসেনট্রেটরের অভাবে তৈরি করা যাচ্ছে না সেখানে এই মেশিন পৌঁছানো হবে বলে জানান উদ্যোক্তারা। বর্তমান করোনা পরিস্থিতি নয় আগামী তৃতীয় ঢেউ থেকে বাঁচতে এই কনসেনট্রেটর বিলি বলে জানান উদ্যোক্তারা।

 

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here