Home Politics ভ্যাকসিনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলে পুসভায় অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন

ভ্যাকসিনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলে পুসভায় অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন

SHARE

২রা জুলাই ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা, ওয়েব ডেস্ক :-
বামেদের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোভিড টিকাকরনের দুর্নীতি সহ তৃণমূলের বিরুদ্ধে টিকা নিয়ে পক্ষ-পাতিত্বের অভিযোগ সহ মোট চারটি দাবি এছাড়াও ডেঙ্গু নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করতে হবে বলে দাবি করে অশোকনগর কল্যানগর পুরসভায় বামেদের পক্ষ থেকে প্রায় ঘন্টা দুয়েক অবস্থান বিক্ষোভ করা হয়। এদিনের কর্মসূচির মুল বিষয় ছিলো বামেদের এই বিক্ষোভের মুল বিষয়-দল দেখে নয়,সব মানুষকে টিকা দাও। দাম কমাও,খেয়ে পরে বাঁচতে দাও। বাম কো-অডিনেটরদের সম-মর্যাদা দিতে হবে। বাড়ির টাকা অবিলম্বে দিতে হবে। এই চারটি দাবিতে অশোকনকনগর কল্যানগর পুরসভার সামনে বামেদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং পুরপ্রসাশকের কাছে ডেপুটেশন।

ডেপুটেশন শেষে বামেদের পক্ষ থেকে জানানো হয়,পৌর বোর্ডের সদস্যরা পক্ষপাতিত্ব করছেন এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে যে পরিমাণ জঞ্জাল এবং জঙ্গলে ভর্তি হয়ে যাচ্ছে তাই ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা অনেকটাই। কারণ বিগত দিনগুলোতে অশোকনগর শুধুমাত্র জেলা নয় পশ্চিমবঙ্গের মধ্যে ডেঙ্গুতে শীর্ষে ছিলেন। তাই সেখানে দাঁড়িয়ে আগাম ব্যবস্থা নিতে হবে এছাড়াও প্রত্যেক সাধারন মানুষকে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি রেড ভলেন্টিয়ার্সদেরও ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে এবং ভ্যাকসিন সেন্টার বাড়াতে হবে। কারণ পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট একটি জায়গায় ভ্যাকসিন দেওয়া হয় তাই অনেক দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে সাধারণ গরিব মানুষের ভ্যাকসিন সেন্টারে আসতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই ভ্যাকসিন সেন্টার আরও একাধিক করতে হবে। তবে এ নিয়ে পুর প্রশাসক প্রবোধ সরকার জানান,আমাদের সমস্ত কিছু কাজ চলছে আমরা আমাদের সাধ্যমত সমস্ত কিছু চেষ্টা করছি।এরমধ্যে ডেঙ্গু নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে।বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল পরিষ্কার করার কাজ চলছে। পাশাপাশি আমাদের যে পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে আমরা সেই পরিমাণ ভ্যাকসিনে সাধারণ মানুষকে দেওয়ার ব্যবস্থা করছি।আমরা কোন দল দেখে ভ্যাকসিন দেইনা আমরা সকলকেই ভ্যাকসিন দিচ্ছি।তাই বামেরা যা নিয়ে অভিযোগ করেছেন তা সম্পুর্ন ভৃত্তিহীন।

 

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here