Home Home আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা

SHARE

২৭শে আগস্ট ২০২০, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :- 

আজ অর্থাৎ বৃহস্পতিবার আগামী দু’তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। এমনটাই পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া দপ্তর। গত সোমবার উত্তর বঙ্গোসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার জেরে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলির কয়েকটিতে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানা গিয়েছে। এছাড়াও পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টি।

জানা গিয়েছে , দুই পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও কলকাতার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হওয়া অফিস। এছাড়াও আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙেও হতে পারে ভারী বর্ষণ। তবে আগামী সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া দপ্তর।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here