Home Uncategorized শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে ঘুরে আসতেই পারেন বর্ধমান

শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে ঘুরে আসতেই পারেন বর্ধমান

SHARE

১৮ই জুলাই ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :-শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে ঘুরে আসতেই পারেন বর্ধমান। বর্তমানে বাড়িতে থাকতে থাকতে একেবারে মন খারাপ লাগছে সবার। অন্যদিজে অফিসের ছুটি না থাকায় একেবারে ঘুরতে যাওয়া প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে। এই রকম যদি আপনারও হয়ে থাকে তাহলে ঘুরে আসতেই পারেন বর্ধমান। বর্ধমানে মোঘল সাম্রাজ্যের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক ঐতিহ্য। এছাড়াও জৈন ধর্মের প্রচারক মহাবীরের পদধূলি ধন্য এই জেলায় রয়েছে নানা ঐতিহাসিক স্থাপত্য।

একই সঙ্গে রয়েছে বাংলার তাবড় জমিদারদের শাসনকালের নিদর্শন। পাশাপাশি শাল, সেগুন, সোনাঝুড়ির বন যা বর্ধমানের শোভা আরও বাড়িয়ে দিয়েছে। বলা যায় রাজ্যের অন্যান্য জেলার থেকে বর্ধমানকে একেবারে আলাদা করেছে।যার ফলে পর্যটকদের কাছে আরও আকর্ষণের হয়ে উঠেছে বর্ধমান।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here