Home Breaking News পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

SHARE

১লা এপ্রিল ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা, ওয়েব ডেস্ক :- দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুর আগে পাথরপ্রতিমার বুথ থেকে উদ্ধার হল কেন্দ্রীয়বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ। মৃতের নাম কমল গঙ্গোপাধ্যায় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তবে ভোটে এই ঘটনার প্রভাব পড়েনি। নির্ধারিত সময়েই ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

উত্তর ২৪ পরগনার বাসিন্দা কমল গঙ্গোপাধ্যায়। ভোটে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার গুরুদাসপুর ৫৪ নম্বর বুথে ডিউটি পড়েছিল তাঁর। ওই জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, গতকাল সন্ধে থেকেই কমলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতেও তাঁকে কেউ বুথে দেখতে পায়নি ৷ পরে বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি বিষয়টা জানানো হয় কমিশনে। এক ভোটারের কথায়, অস্থায়ী একটা ক্যাম্প ছিল ৷ ভোটগ্রহণ কেন্দ্রের ওই ক্যাম্পের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ দেখে মনে হচ্ছে আত্মহত্যা ৷ পাথরপ্রতিমায় এই প্রথম এই ধরনের ঘটনা ঘটল ৷

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here