Home Bollywood ‘বেলবটম’ মুক্তি পাচ্ছে ওটিটি তেই

‘বেলবটম’ মুক্তি পাচ্ছে ওটিটি তেই

SHARE

৩০শে এপ্রিল ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :- করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবায় ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়াচ্ছে। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতে সিনেমা হলের বদলে ফের একবার ওটিটি প্লাটফর্মেই ছবি রিলিজ করার চিন্তা-ভাবনা শুরু করেছেন প্রযোজকরা। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন ছবি ‘বেলবটম’ হলের বদলে ওটিটি প্লাটফর্মে রিলিজ করা হবে বলে জানা যাচ্ছে। সুত্রের খবর, ডিজনি+হটস্টারে রিলিজ হবে ‘বেলবটম’।

নতুন বছরের প্রথম দিকে ভারতে করোনা আক্রান্তের পরিস্থিতি ছিল কিছুটা আলাদা। সেই সময় সরকার ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল গুলি খোলার অনুমতি দিয়েছিল। সেই সময় ঠিক করা হয়েছিল আগামী ২৮ মে সিনেমা হলে রিলিজ করা হবে ‘বেলবটম’। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবার বাড়তে থাকায় অক্ষয় কুমারের নতুন ছবি ওটিটি প্লাটফর্মেই রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here