Home Latest News ছোটদের জন্য নতুন রুপে খুলছে অরবিন্দ শিশু উদ্যান

ছোটদের জন্য নতুন রুপে খুলছে অরবিন্দ শিশু উদ্যান

SHARE

৮ই সেপ্টেম্বর ২০২১, ওয়েভ ইন্ডিয়া বাংলা , ওয়েব ডেস্ক :- ঘরবন্দি জীবন থেকে ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হচ্ছে।  করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি থাকলেও এ রাজ্যে বা জেলা গুলিতে শিশুদের ব্যাপক ভাবে আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। তাই, বাবা-মা’দের সাথে শিশুরাও বাইরে বেরোতে শুরু করেছে।  এর মধ্যেই, তাদের জন্য সুখবর শোনালো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। খুলে যাবে জেলা শহর মেদিনীপুরে অবস্থিত- ‘অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা সম্পূর্ণ নতুন সাজে, নতুন রূপে।

ইতিমধ্যেই শিশু উদ্যানকে নতুন রুপে সাজিয়ে তোলার কাজ সম্পন্ন হয়েছে। সেই কাজ দেখতে শিশু উদ্যানে পরিদর্শনও সেরে ফেলেছেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা। প্রসঙ্গত, করোনা কালে বন্ধ ছিল সুপ্রাচীন এই শিশু উদ্যান ও চিড়িয়াখানা। সেই সময়ের মধ্যে চলছিল সংস্কার ও আধুনিকীকরণের কাজ। জেলা প্রশাসনের উদ্যোগে সেই কাজ সম্পূর্ণ হয়েছে।  বুধবার থেকে তা নতুন ভাবে উন্মুক্ত হচ্ছে বলে সূত্রের খবর।

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here